খুলনা, বাংলাদেশ | ২৪ ফাল্গুন, ১৪৩১ | ৯ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ

ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হত্যায় ৮ জনের যাবজ্জীবন

গেজেট ডেস্ক

ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হোসেন শান্তিকে হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিল।

আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালে ৭ জুলাই নিজ বাড়ি সদর উপজেলার কাশিমপুর এলাকায় যাওয়ার পথে বোমা মেরে যুবলীগ নেতা জাকির হোসেন শান্তিকে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন ৮ জুলাই নিহতের বাবা সিরাজুল ইসলাম সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!