ঝিনাইদহের কালীগঞ্জে বারবাজার পিরোজপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়া এক দিনের ব্যবধানে খুনি ছোট ভাই আটক হয়েছে।
আজ সকালে (২৭ এপ্রিল) বুধবার ছুরিকাঘাতে আপন ভাইকে হত্যা করে ভারতে পালানোর চেষ্টা কালে খুনি ছোট ভাই হাফিজুর রহমান (৬০) কে আটক করে পুলিশ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে নিহতের এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান (৭০) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ভাই হত্যার ১০ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল দুপুরে পার্শ্ববর্তী বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসিতে যায় বড় ভাই ফজলুর রহমান। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। সে সময় ফজলুর রহমান গুরুতর আহত হলে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।