খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দুই নারী দগ্ধ
  চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত
  কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ঝিনাইদহে বেগবতী নদীর অবৈধ বাঁধ অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে বেগবতী নদীর জল সীমানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়েছে। প্রায় একমাস ধরে বেগবতী নদীর ওই জল সীমানায় অবৈধ আড়াআড়ি বাঁধ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছিল প্রভাবশালী একটি মহল।

বুধবার (১৬ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ বাঁধ অপসারণ করেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম। এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ ও কালিগঞ্জ থানা পুলিশ।

কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, বেগবতী নদীতে অভিযান পরচিালনা করে আড়াআড়ি ২০০ ফুট বাঁধ অপসারণ করার পাশাপাশি বাঁধে ব্যবহৃত জাল ও বাঁশ ধ্বংস করা হয়। জামাল ইউনিয়নে বলরামপুর জলসীমানার নিকটবর্তী স্থানে অবৈধভাবে এ আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!