ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় এক কৃষকের পেঁপে বাগানের এক হাজারেরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রইচ কমান্ডার ও মতিয়ারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রইচ কমান্ডারের হান্নান নামের এক সমর্থক মতিয়ারের পেঁপে বাগানের প্রায় এক হাজার ৭০০টি পেপে গাছ কেটে ফেলে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করা হয়।
শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
খুলনা গেজেট /কেডি