ঝিনাইদহে ট্রাকচাপায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচমাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আলী হোসেন (৬০) ও তার ভাই গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান (২০)।
পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার রাঙ্গীয়ারপোতা গ্রামের পাটকাঠি ব্যবসায়ী আলী ও তার ভাতিজা মাহফুজুর নসিমন নিয়ে ফরিদপুরে যাচ্ছিলেন। পাঁচমাইল এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
এ সময় পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজা নিহত হয়। পরে তাদের সঙ্গে থাকা অপর আলমসাধুর যাত্রীরা মরদেহ বাড়িতে নিযে আসে। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম