ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সোমবার দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা যায় যে বোমা তৈরির বিভিন্ন উপাদানসহ ঢাকার আন্টি টেররিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য কে ভোরে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতার সাগান্না গ্রামের মণ্ডল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ইনামুল হক ও একই গ্রামের মসজিদ পাড়ার মৃত আহাম্মেদ আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম। গ্রেফতার কালে তাদের নিকট থেকে ২ টি মোবাইল ফোন, ২৪ টি মোবাইল সিম কার্ড, ৫ টি মেমোরিকার্ড সহ বৈদ্যুতিক তার শক্তিশালী এক্সপ্লোসিভ ডিভাইস জাতীয় বোমা তৈরির উপাদান ( মোবাইল সার্কিট, মোডিফাইট মোবাইলের চার্জর, হোমমেড রিচারজ বল টর্চ লাইট, মোবাইল ব্যাটারি বৈদ্যুতিক সুইচ) উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিং এ পুলিশ আরো জানায়, যে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা ইসলামী খেলাফাত প্রতিষ্ঠার লক্ষে জিহাদি কার্যক্রমের সাথে তারা যুক্ত। ইনামুল জিজ্ঞাসাবাদে আরো জানায় পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি বৈদ্যুতিক তার এবং বোমা তৈরির জন্য উপাদান গুলি দিয়ে বেশী শক্তিশালী এক্সপ্লোসিভ তৈরির বিষয়টি দীর্ঘদিন ধরে গবেষণা করছে। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এনএম