খুলনা, বাংলাদেশ | ৩০ মাঘ, ১৪৩১ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, কার্যক্রম শুরু ১৫ ফেব্রুয়ারি
  ভোলার তজুমদ্দিনে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

ঝিনাইদহে ঘর পাচ্ছেন ২৫৭ ভূমিহীন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ জুলাই) সকাল ১০টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ জেলায় কর্মরত সাংবাদি বৃন্দ।

এ সময় বক্তারা জানান, জেলায় ৩য় পর্যায়ে ২য় ধাপে ২৫৭ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলায় ১০০টি, শৈলকুপা ৯টি, হরিণাকুণ্ডু ৩৪টি, কালীগঞ্জ ২৪টি, কোটচাঁদপুর ৭৪টি, এবং মহেশপুর উপজেলাতে ১৬ ঘর ও জমি দেওয়া হবে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!