খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

ঝিকরগাছায় বিএনপি নেতার দাফন সম্পন্ন

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ঝিকরগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নুরুজ্জামান খান বাবুলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পায়রাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের প্রতিষ্ঠিত সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসা প্রাজ্ঞনে মরহুমের লাশ দাফন করা হয়।

জানাজা পরিচালনা করেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আকবার হুসাইন। জানাজা পূর্ব বিএনপি নেতা নুরুজ্জামান ওরফে বাবুল খানের জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

এসময় মরহুমের একমাত্র পুত্র ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, জেলা বিএনপির সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, জেলা সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ হাশমী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মরহুমের বন্ধু ইঞ্জিনিয়র আব্দুর রব, মরহুমের ভাই টনি খান এসময় উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, নগর বিএনপির সাধারন সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক যুবনেতা খাইরুল বাশার শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুসা মাহমুদ, সহ-সভাপতি রমজান শরীফ বাঁদশা, জেলা জামায়াতে ইসলামী (পশ্চিম) শাখার সেক্রেটারী মাওলানা আরশাদুল আলম, সাবেক উপজেলা সেক্রেটারী শেখ আশরাফুল আলম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারী মাওলানা আব্দুল আলীম, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, হুমায়ুন কবীর, রুহুল আমীন সুজন, রাশেদুল মমিন সুজন, হাবিবুর রহমান মন্টু, আরমান হোসেন কাকন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলী আকবার, আলহাজ্ব মিজানুর রহমান, রুস্তম আলী, সরদার শাহাজান আলী, রফিকুল ইসলাম, রমীজ উদ্দিন ভুইয়া, শাহাজান আলী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ ইমরানসহ ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ইশার নামাজ আদায় করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান ওরফে বাবুল খান।

এদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনির পিতা বিএনপি নেতা নুরুজ্জামান ওরফে বাবুল খানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির (খুলনা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুলসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!