খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে দুই শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন

দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আড়ম্বর উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। বিশ্বের ১৭জন গ্র্যান্ডমাস্টারসহ ১৫ দেশের ৭৪জন দাবাড়ু অংশ নিয়েছেন এই জায়ান্ট অনলাইন প্রতিযোগিতায়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রগতি সরণির কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পৃষ্ঠপোষকতা ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের পুরো আয়োজন হচ্ছে অনলাইনে। সুইস লিগ সিস্টেমে নয় রাউন্ডের এই টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ছয় হাজার ডলার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ (আইজিপি), বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত।
টুর্নামেন্টে বাংলাদেশের তিনজন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ও রিফাত বিন সাত্তার অংশ নিচ্ছেন। এছাড়া যোগ দিচ্ছেন ভারতের পাঁচ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুজন গ্র্যান্ডমাস্টার। আরও থাকছেন ইরান, রাশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েনামের গ্র্যান্ডমাস্টাররা।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সৈয়দ শাহাব উদ্দীন শামীম।

আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে হবে এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!