২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে আয়োজক ভারত ও নিউজিল্যান্ড। এবারের প্রতিযোগিতায় দুদলই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। মাত্র ১৯ রানে ওপেনিং জুটিকে হারানোর জোড়া ফিফটিতে কিউইদের বড় সংগ্রহের পথে রেখেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল।
নান্দনিক ধর্মশালায় হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই উইকেট তুলে নিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন সিরাজ ও শামি। তবে তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপে বড় সংগ্রহের পথে রয়েছে ২০১৯ বিশ্বকাপের রানার্সআপরা।
দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। সিরাজের বলে আইয়ারকে ক্যাচ দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাক মারেন ওপেনার ডেভন কনওয়ে। ১৮ রানে আরেক ওপেনার উইল ইয়াংকে ফিরিয়ে স্বাগতিকদের উল্লাসে ভাসান প্রথমাবারের মতো একাদশে জায়গা পাওয়া মোহাম্মাদ শামি। কিউই ওপেনারকে ১৭ রানে বোল্ড করেন এই ভারতীয় পেসার।
তৃতীয় জুটিতে নিউজিল্যান্ডকে টেনে তুলেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। শতরানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রেখেছেন তারা। এরই মধ্যে দুই কিউই ব্যাটার ফিফটি তুলে নিয়েছেন। রবীন্দ্র ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন। আর মিচেল পঞ্চম ফিফটিতে অপরাজিত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬৭ রানে তুলেছে কিউইরা।
খুলনা গেজেট/ টিএ