জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। ওই অভ্যুত্থানের সময় যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে, স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডিকাব টক-এ ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই মন্তব্য করেন।
আগামী নির্বাচন সম্পর্কে ইইউ রাষ্ট্রদূত বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে আমরা চাপ দেব না। নির্বাচনের তারিখ বাংলাদেশের জনগণ ঠিক করবে।
অন্তর্বর্তী সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমের প্রতি ইইউর পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার কার্যক্রম শেষ করতে পূর্ণাঙ্গ সময় দিতে হবে।
খুলনা গেজেট/এনএম