চুয়াডাঙ্গার জীবননগরে ৪০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পৌন ১০টার দিকে পৌরসভার শাপলাকলি পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো.মনিরুল ইসলাম পৌরসভার পোষ্ট অফিসপাড়ার মো.আখের আলী’র ছেলে।
গত রাত পৌন ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, গতকাল রাতে পৌর শহরের শাপলাকলি পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ইটের সলিং রাস্তার উপর হতে মো.মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির তল্লাশি করলে তার নিকট হতে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।