চুয়াডাঙ্গার জীবননগরে স্বামী পরিত্যক্ত এক প্রতিবন্ধী (৩০) বছর বয়সী নারী ধর্ষণের শিকার হয়ে অন্ত:স্বত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় ওই নারীর ভাই বাদী হয়ে জীবননগর থানার মানিকপুর গ্রামের মৃত বাকেল এর ছেলে মো. আশাদুলকে আসামি করে শুক্রবার(০১ সেপ্টেম্বর) সকালে ধর্ষণ মামলা করলে দুপুরে তাকে আটক করেন জীবননগর থানা পুলিশ।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,বেশ কয়েক বছর আগে ওই নারীর বিয়ে হয়েছিল। বিয়ের পর তার একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। বাচ্চাটি জন্মানোর ১/২ মাস পর স্বামী তাদের রেখে চলে যান। এরপর থেকে সে তার কন্যাকে নিয়ে তার মা-ভাইয়ের কাছে রয়েছে। অভিযুক্ত আশাদুল তাদের সম্পর্কে ফুপাতো ভাই। তাদের বাড়ির পাশের মাঠের তার চাষবাদ। ছাগলের ঘাস, শাক প্রয়োজনীয় কাজে জন্য ওই প্রতিবন্ধী নারী বাড়ির পাশে মাঠে যেতেন। ৬/৭ মাস আগে প্রতিবন্ধীকে মাঠে ঘাস আনতে যায়। এ সময় আশাদুল ওই নারীকে ফুঁসলিয়ে পাশের পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে। কয়েক দিন ধরে ওই নারীর শারীরিক পরিবর্তন ও অসুস্থ বোধ করলে গত ২৯ আগস্টে নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করালে জানা যায়, তিনি সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর লিখিত অভিযোগ তদন্ত করে প্রমাণ পেয়ে তা সকালে মামলা হিসেবে গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে দুপুর ১২টায় অভিযান পরিচালনা করে তাকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সোর্পদ করা হবে।
খুলনা গেজেট/কেডি