চুয়াডাঙ্গার জীবননগরে ফসলি জমির মাটি কাটার দায়ে মো. সামসুল আলম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
তিথি মিত্র বলেন, জীবননগর উপজেলার উথলী আমতলা মোড়ে ভৈরব নদীর পাশে ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছিল। এতে নদীর পাড় ভাঙার শঙ্কা দেখা দেয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাটির গাড়িসহ মো. সামসুল আলমকে আটক করা হয়। পরে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(গ) ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জীবননগর থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
খুলনা গেজেট/ টি আই