চুয়াডাঙ্গার জীবননগরে হুন্ডির ১৩ লাখ টাকাসহ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তাকে মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে হুন্ডির টাকাসহ তাঁকে আটক করে। আটক হওয়া ওই যুবক জীবননগর উপজেলা মাধবখালী গ্রামের বাসিন্দা রাজন আহম্মদ।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, মাধবখালী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাধবখালী গ্রামের রাজন আহাম্মদ ভারতীয় নাগরিকের কাছ থেকে হুন্ডির টাকা বাংলাদেশ নিয়ে আসছেন। এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল মাধবখালী সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে অবস্থান নেয়। এ সময় রাজন আহাম্মদকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাঁকে আটক করে তার কোমরে লুকানো অবস্থায় হুন্ডির বাংলাদেশী ১৩ লাখ টাকা জব্দ করা হয়।
আটক রাজন বিজিবিকে জানায়, ১৩ লাখ টাকা ভারতীয় এক নাগরিক সীমান্তের শুন্য রেখায় তাঁর কাছে দিয়েছিল। এই টাকা জীবননগর শহরে পৌছে দেওয়ার কথা ছিল তাঁর। তাকে জীবননগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, এখন পর্যন্ত কাউকে হুন্ডির টাকাসহ থানায় হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত তিনি কিছু জানেন না
খুলনা গেজেট/ এসজেড