সারাদিনের ক্লান্তি শেষে নিরস নির্বাক মন
সবকিছু হ-য-ব-র-ল, ছন্দ খুঁজে পাই না কোন
তবুও যখন মনে হয়, তুমি আছ
খুঁজে পাই জীবন প্রদীপ,
মনে হয় জীবনটা বড় সুন্দর।
এলোমেলো এ জীবন ছুটে চলে কাল্পনিক কিছু স্বপ্ন নিয়ে,
জীবন যেন থেমে নেই একটি শিশির বিন্দুর মত।
ক্লান্তিহীন দেহমন চায় না যেন প্রকৃতির আশ্রয়
তবুও যখন মনে হয় তুমি আছ
ছন্দ খুঁজে পাই জীবনের গতিতে, হাঁপিয়ে উঠে না মন।
প্রাচীন আর মধ্যযুগের নিয়মকানুন সব অসহ্য মনে হয়,
তবুও যখন মনে হয় তুমি আছ
ভুলে যাই সব পৃথিবীর আঁধার,
তুমি বাঁচতে শেখাও, তুমি জাগাও আশা
তাইতো তুমি প্রভু, মহান জীবনদাতা ॥