খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে
  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

জীবন নদীর মোহনায়, প্রকৃতির রূপ

আবদুস সালাম খান পাঠান

১.

প্রকৃতি ও জীবন মাঝে, প্রত্যহ নতুন আবেশে
ভালোবাসার গহীন বনে; পুষ্প উদ্যান খুঁজেছি ।
বাদলা দিনে, বৃষ্টিঝরা সন্ধ্যায় বাতায়ন খুলে স্নিগ্ধ
হাওয়ায়, পৃথিবীর অনাবিল শান্তি-সুখ কামনা করেছি ।
আকাশের মেঘমালায়, মিটি মিটি তারায়, কবিতার
পংক্তিমালায়-ছন্দের ঝংকারে, গড়েছি মায়াবী বন্ধন ।’
বাংলার সবুজ প্রাকৃতিক মনোরম শোভায়,-গারো
-পাহাড়’ , বিরিশিরির সবুজ ঘাসের শিশিরে-
আঁকাবাঁকা পথে, কতো পায়ে হেঁটেছি, করেছি
-বিজয়নগর ভ্রমণ!

রাঙামাটি বনরূপার লেকের পাড়, ঝর্ণার ধারে
বসে দেখেছি, মনোরম দৃশ্য, অপরূপে অনুক্ষণ ।
পতেঙ্গা, কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেছি, প্রবল
-জোয়ার, গোধূলি সন্ধ্যায় সমুদ্র সৈকতে দেখেছি
এক মায়াবী সৌন্দর্যের রক্তিম সূর্যাস্তচল ।
ভাসমান প্রবালের দৃশ্যে, চোখমেলে পাশে
দেখেছি, সবুজ গুল্মের ঝাউবন, হৃদয়ের উষ্ণ –
অনুভবে একাকার করেছি হৃদয়, তপ্ত অনুরাগে –
প্রানোচ্ছল! স্পর্শকাতর নয়ন ।

২.
আকাশের নীলিমায় মেঘমালা সাঁঝে ডুবে
চাঁদ, গ্রহতারা ডুবে যখন নিমিষে,-
মহুয়াবনের ধার ফুলে ফুলে ভরে, বসন্ত
ঋতুর রঙিন আবেশে ।
এদেশের মাটির মায়ায়, বালুকা মসৃনে, জমে
– রয় বুকে, প্রানান্ত আবেগ, দেশপ্রেম, আকুলতা,
– স্নেহমায়া ভরা, শাশ্বত ঋণ । সোনালি ফসলে ভরা মাঠ,
রঙিন । গ্রামের সৌন্দর্য, নরম ঘাসের উঠোন, সুন্দর অমলিন
বৃক্ষলতা, পত্র পল্লব ছায়ায়, শীতল মন, বেদনাবিহীন,
মায়ের স্নেহমায়া, আদর সোহাগে, মুক্তার
শীতল পাটিতে, শাড়ির আঁচলে শুয়ে থাকা শৈশবে,
ভালোবাসার প্রগাঢ় বন্ধন ।
জীবন নদীর মোহনায় প্রকৃতির বৈচিত্র্যে জাগে নতুন স্পন্দন ।

Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!