খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক

আগেই নিশ্চিত হয়েছে ভারতের সেমিফাইনাল। নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ১৩ রানের জয় পায় নেদারল্যান্ডস। এ থেকেই রোহিতরা সেমির টিকিট পেয়ে যান এক ম্যাচ বাকি রেখেই। গ্রুপ পর্বের সর্বশেষ ভারত-জিম্বাবুয়ে ম্যাচটি ছিল তাই কেবল আনুষ্ঠানিকতা মাত্র। সেই ম্যাচে ভারত ৭১ রানের জয় পাওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় তারা।

আজ রোববার দুপর ২টায় মেলবোর্নে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটে নেমে রানের খাতা খুলতে ১০ বল লাগে ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের। দলীয় ২৭ রানে অধিনায়ক রোহিতকে (১৫) আউট করেন জিম্বাবুয়েন বোলার ব্লেসিং মুজারাবানি। এদিন কিছুটা রক্ষণশীল ব্যাট করেন বিরাট কোহলি। দলীয় ৮৭ রানে কোহলিকে (২৭) আউট করেন শন উইলিয়াম।

পরে উইকেটে আসেন ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদব। শুরু করেন ঝোড়ো ব্যাটিং। শেষ পর্যন্ত ২৫ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন। ৬১ রানের ইনিংসে রয়েছে ছয়টি চার এবং চারটি ছক্কার মার। ভারতের হয়ে সর্বোচ্চ রান এটিই। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ওপেনার লোকেশ রাহুল। রাহুল ৩৫ বলে করেন ৫১ রান। জিম্বাবুয়ের পক্ষে ২ উইকেট নেন শন উইলিয়াম।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। জবাবে ব্যাটে নেমে প্রথম বলেই উইকেট হারায় জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে ৩৬ রান তুলতেই বিদায় নেয় ৫ উইকেট। দলের পক্ষে সিকান্দার রাজা এবং রায়ান বার্ল ছাড়া কেউই তেমন রান পাননি। বার্ল করেন ২২ বলে ৩৫ রান। এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান জিম্বাবুয়ের। রাজা করেন ২৪ বলে ৩৪ রান। ভারতের পক্ষে ৩ উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন।

আসা-যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৫ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ভারত পায় ৭১ রানের বড় জয়। আগামী ১০ নভেম্বর দুপুর ২টায় অ্যাডিলেডে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ৯ নভেম্বর একই সময়ে সেমিফাইনালের প্রথম ম্যাচে সিডনিতে মাঠে নামবে পাকিস্তান-নিউজিল্যান্ড।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!