সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ভাই ও ভাবি খুন হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছোট ভাই রাসেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই আলমগীর ও ভাবি মুর্শেদা বেগমের বিরোধ চলে আসছিল। রোববার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এ সময় রাসেল ধারালো ছুরি দিয়ে ভাই ও ভাবিকে আঘাত করে পালিয়ে যায়। পরে তাদেরকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি গ্রেপ্তারে তৎপরতা চলছে।
পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক কলহের কারণে এ রকম ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এনএম