খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

জাপান থেকে গাড়ি ভর্তি জাহাজ সরাস‌রি মোংলা বন্দরে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

প্রথমবারের মত জাপান থেকে রেকর্ড সংখ্যক গাড়ি নিয়ে সরাসরি বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে মালায়শিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম ভি মালয়েশিয়া স্টার’। রবিবার (০৭ আগস্ট) সকালে ১ হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে জাহাজটি মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতেক নোঙ্গর করেছে। এটিই একসাথে এত গাড়ি মোংলা বন্দরে আসার রেকর্ড।

এর আগে ৫‘শ থেকে ৭‘শ গাড়ি এসেছে মোংলায়। বেশিরভাগ ক্ষেত্রে জাহাজের কিছু গাড়ি চট্টগ্রাম বন্দরে নামিয়ে রেখে অবশিষ্ট গাড়ি নিয়ে মোংলা বন্দরে আসা হত। পদ্মা সেতু চালু হওয়ার কারণে আমদানিকারকরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করতে আগের তুলনায় বেশি উৎসাহিত হচ্ছে বলে দাবি মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এম ভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, সকালে জাহাজটি নোঙ্গর করেছে। ইতোমধ্যে জাহাজের গাড়ি খালাস শুরু করা হয়েছে। আশাকরি আগামীকালকের মধ্যে সব গাড়ি পুরোপুরি খালাস করা সম্ভব হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, এর আগে জাপান থেকে আসা গাড়ি ভর্তি জাহাজ প্রথমে চট্টগ্রাম বন্দরে আসত। সেখানে কিছু খালাস করে পরবর্তীতে মোংলা বন্দরে আসত। সে সময় ৫শ থেকে সর্বোচ্চ ৭শ গাড়ি একসাথে আসত মোংলা বন্দরে। বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ায় আমদানিকারকরা সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করতে বেশি উৎসাহ বোধ করছে। কারণ মোংলা দিয়ে ঢাকায় গাড়ি পৌছানোর ব্যয় কম।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, রাজধানী ঢাকা থেকে সড়ক পথে মোংলা বন্দরের দূরত্ব অন্যান্য বন্দর থেকে অপেক্ষাকৃত কম। পদ্মাসেতু চালু হওয়ায় মোংলা বন্দরের সাথে সড়ক পথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও বেশি সহজ হয়েছে। যার ফলে আমদানি-রফতানিকারকরা মোংলা বন্দর ব্যবহারে আগের তুলনায় অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। এরফলেই একবারে মোংলায় ১ হাজার ২৮০টি গাড়ি এসেছে। আশাকরি এই ধারাবাহিকতা বজায় থাকবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!