জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এসএম এরশাদুজ্জামান ডলারকে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (০৪ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর শেরে বাংলা রোডের আমতলা মোড় এলাকায় এঘটনা ঘটে।
নগরীর ডাকবাংলো মোড়স্থ পার্টি অফিস থেকে শের বাংলা রোডের হাজী বাড়ী বাসায় ফেরার পথে আমতলা মোড়ে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়েছে বলে দাবি করেছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছিল।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল সকালে নগরীর স্যার ইকবাল রোডস্থ বেসিক ব্যাংকের সামনে জাতীয় পার্টির মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেমকে প্রকাশ্যে হত্যা করেছিল সন্ত্রাসীরা। নিহত শেখ আবুল কাশেম আহত এরশাদু্জ্জামান ডলারের চাচা।
খুলনা গেজেট/এমএইচবি