জাতীয় মহাসড়ক নির্মাণ করতে সড়কের পাশে সরকারী জমির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে গোপালগঞ্জ সড়ক বিভাগ।
আজ মঙ্গলবার(২৯ মার্চ) সকাল থেকে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কে এই উচ্ছেদ অভিযান চলে।
এদিন সড়কটির গঙ্গারামপুর, গয়লাকান্দি, শান্তিপুর, জলিরপাড়, বানিয়ারচর এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের স্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায়।
উচ্ছেদ অভিযান চলাকালে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রাশেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জহামান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাছেল শিকদার, পাউবো সার্ভেয়ার রবীন্দ্রনাথ রায়, সওজ সার্ভেয়ার মোঃ শিবলী সাদিক, মোঃ সোহাগসহ পুলিশ, পল্লীবিদ্যুৎ, ফায়ার সার্ভিসের জনবল, স্থানীয় জনপ্রতিনিধিগন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের স্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায় বলেন, সম্প্রতি টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া রুটে প্রায় ৬শ কোটি টাকা ব্যয়ে জাতীয় মহা-সড়কর নির্মাণ কাজ শুরু হয়েছে। একারণে ৪৪ কিলোমিটার দৈর্ঘের এই সড়কটির নির্মাণ ও প্রসস্থতা বৃদ্ধির জন্য এই উচ্ছেদ অভিযান চলছে।
গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট রুটেও উচ্ছেদ অভিযান চলবে। আগামী ৩১ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।
খ