২০২৫ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদের এক অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়। এ পদে নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার প্রচার ও সুরক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হলো।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জানানো হয়, এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের দক্ষ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বাংলাদেশের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথমবারের মতো বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদের সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করবে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
২০২৫ সালের জন্য মানবাধিকার পরিষদের ব্যুরোতে ১ জন সভাপতি এবং পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্বকারী ৪ জন সহ-সভাপতি থাকবেন।
খুলনা গেজেট/এইচ