জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের ইউএনআরডব্লিউএ’র জন্য বরাদ্দ চালু না করার কথা জানান ট্রাম্প। খবর এপি
যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাক্ষাত শেষে ট্রাম্প এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর জাতিসংঘের জেনেভাভিত্তিক মানবাধিকার পরিষদ থেকে সরে গিয়েছিল। এছাড়া ইসরায়েলের অভিযোগের পর ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা সংস্থা ইউএনআরডব্লিউএর জন্য তহবিল পাঠানোও বন্ধ করে দেয় দেশটি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে হামাস নেতাদের আশ্রয়ের অভিযোগ করে ইসরায়েল। তবে ইউএনআরডব্লিউএ এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে ইসরায়েল এবং ইহুদিবিদ্বেষী আচরণ করার অভিযোগ করে আসছিল।
বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। দেশটি জাতিসংঘের নিয়মিত পরিচালনা বাজেটের ২২ শতাংশ দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে চীন।
খুলনা গেজেট/এএজে