গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আজ রোববার (১ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা সহ বাংলাদেশ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খুলনা গেজেট/এনএম