খুলনা, বাংলাদেশ | ৩ কার্তিক, ১৪৩১ | ১৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  গণফোরাম, এলডিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিকালে
  শিক্ষার্থী ইকরামুল হত্যা : কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে
আ’লীগের সভায় ভিসি ড. ফায়েক উজ্জামান

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য বিষয়’

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও সাহসী পদক্ষেপের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে আমরা এসডিজি বাস্তবায়ন করব তাঁর নেতৃত্বে। এই সুদক্ষ নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে সারাবিশ্বে উন্নয়শীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’

রবিবার বিকালে নগরীর শহীদ হাদিস পার্কে সদর থানা আ’লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বর্তমান করোনা মহামারীর এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী চিন্তা ও সাহসী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘যেখানে আমেরিকার মত দেশে দুই লক্ষের বেশি মানুষ মারা গেছে সেখানে আমাদের দেশের সংক্রমণের হার এখন কমের দিকে। মৃত্যুর যে সংখ্যা তা উন্নত অনেক রাষ্ট্রের থেকে কম। এসব কিছুই সম্ভব হয়েছে তার দূরদর্শী ও সাহসী পদক্ষেপের কারণে।’

এ সময় তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে জোর দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়ন কর্মকান্ডকে জনগণের সামনে তুলে ধরতে হবে। করোনা মহামারী মোকাবেলায় তার প্রতিটি নির্দেশ মেনে চলতে হবে। যারা নেতৃর নির্দেশ না মেনে স্বাস্থ্যবিধি অমান্য করেন তারা দলের কোন কর্মীয় নয়।’

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। তার নেতৃত্বের কারনেই আজ আমরা আছি। সূর্য যেমন পুরো পৃথিবীকে আলোকিত করেন তেমিন তার আলোয় আজ আ’লীগ, বাংলাদেশ আলোকিত হয়েছে।’

প্রধান আলোচক হিসেবে ড. মোঃ ফায়েকুজ্জামান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য বিষয়।’ তিনি বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। তার এই কর্মপ্রয়াসকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত।’

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, ‘প্রধানমন্ত্রীর শক্ত নেতৃত্বই আমাদের সফলতা এনেছে। এই সফলতাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।’

সদর থানা আ’লীগের সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, আবিদ হোসেন কবির, নূর ইসলাম বন্দ, জাহাঙ্গীর হোসেন খান, শ্যামল সিংহ রায়, ফেরদাউস আলম চান ফরাজী, অলোকা নন্দা দাশ, বীরেন ঘোষ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিঞা স্বপন, মহানগর দায়রা জজ আদালতের পিপি ইকবাল হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মোঃ মাসুদ কবির, সদর থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরানী রহমান বিউটি, সমীর কৃষ্ণ রায়, আওয়াল হোসেন ছোটন, এড. ফারুক, এড. আহসান হাবিব, আবেদ আলী, রিয়াজ হোসেন, মিনহাজউজ্জামান সজল, মনিরুল ইসলাম, ফেরদাউস হোসেন লাবু, জিয়াউল ইসলাম মন্টু, এড. ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান রাজু, ইমরামুল হক বাবু, শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, রীতা আলম, মনিরুল ইসলাম সোহাগ প্রমূখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!