খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেন হত্যাকান্ডে যারা জাড়িত তাদের কোন ছাড় দেওয়া হবেনা। তিনি বলেন, আওয়ামী লীল নেতা ও বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন দিঘলিয়া উপজেলার একজন জনপ্রিয় নেতা। সাধারণ মানুষের জন্য তিনি নিরলস ভাবে কাজ করেছেন। সন্ত্রাসীরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে। জাকির গাজীর হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবেনা। অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মূর্শেদী আজ বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় গাজী জাকির হোসেনের নামাজে জানাজায় অংশ নিয়ে সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
জানাজা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃকামরুজ্জামান জামাল,সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন,দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, অসিত বরণ বিশ্বাস,অধ্যক্ষ বি এম সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা সদস্য জামিল খান,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জানাজা নামাজ শেষে সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মূর্শেদী সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেনের বাসভবনে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি গাজী জাকির হোসেনের সন্তানদের লেখাপড়াসহ সব ধরনের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।