খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কৃষক ও জেলেদের উন্নয়ণে প্রকল্প শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কৃষক ও মৎস্য চাষীদের জীবনমান উন্নয়ন এবং মানব পাচারের ঝুকি হ্রাসে বাগেরহাটে “বি-পেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্ “ নামের একটি প্রকল্প শুরু হয়েছে। সোমবার (০৪ মার্চ) বেলা ১২টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শংকর মজুমদার, প্রকল্পের বিদেশী প্রতিনিধি মিকা আব্দুলাইভা ও আয়শা ট্রাওরে, সাংবাদিক বাবুল সরদার, আলী আকবর টুটুলসহ সরকরী কর্মকর্তা বৃন্দ।

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহগযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদার উদ্যোগে জেলার মোল্লাহাট ও চিতলমারী উপজেলা ও খুলনার বটিয়াঘাটা উপজেলার ১১ টি ইউনিয়নে কাজ করবে। ২০২৪ সালের মার্চে শুরু হওয়া প্রকল্পটি ২৬ সালের ডিসেম্বর মাসে শেষ হবে। এই সময়ে ২হাজার ৮০ জন ক্ষতিগ্রস্থ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে প্রকল্পটি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!