খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণের দাবিতে শ্যামনগরে সাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের আজাদ মঞ্চ থেকে এই সাইকেল রেলি বের করা হয়।

উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিও’র আয়োজনে ‘ক্ষতিপূরণের অঙ্গীকার, জলবায়ুর সুবিচার’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবরা এই সাইকেল র‌্যালি বের করে।

‘উপকূল বাঁচাতে টেকসই বেড়িবাঁধ চাই’, ‘বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার’, ‘কার্বন নিঃসরণ হ্রাস করি, পৃথিবী রক্ষা করি’, ‘উপকূলের ভারসাম্য রক্ষা করি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি’, ‘ক্ষতিপূরণের অঙ্গীকার, জলবায়ুর সুবিচার’ প্রভৃতি স্লোগান সংবলিত প্লাকার্ড বহনকারী সাইকেল র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেড়েছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে সবকিছু হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। বিপর্যস্ত হচ্ছে মানুষের জনজীবন। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলে লবণাক্ততার মাত্রা বেড়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে কৃষি ভিত্তিক জীবন জীবিকা।

এসময় তারা উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ তৈরীতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর নিকট থেকে ক্ষতিপূরণ আদায়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো, উপকূলের মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিতকরণ, জলবায়ু ন্যায্যতা, দ্বন্দ্ব সংঘাতের রূপান্তর ঘটানো ও জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান। পরে একই দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!