যশোরের শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের জসিম উদ্দিনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বড়ভাই আব্দুর রউফ। জমি লিখে না দেয়ায় শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে রউফ।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আব্দুর রউফ জিরেনগাছা গ্রামের মৃত কাশেম মোড়লের ছেলে।
জবানবন্দিতে আব্দুর রউফ জানিয়েছে, ছোটভাই জসিমের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু সে স্ত্রীও চলে যায়। নিঃসন্তান ছোটভাই এক বিঘা জমির মালিক। তা তিনি কিনলেও জসিম টাকা নিয়ে তা লিখে দিচ্ছিলেন না। এ নিয়ে বিরোধের কারণে তিনি জসিমকে হত্যা করেন। ঘটনার দিন জসিম বাথরুম থেকে বের হওয়ার সময় সিড়িতে পড়ে যান। তাকে উঠানোর নামে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন বলে জানান আব্দুর রউফ।
এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান জসিমের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করেছে। এদিন আবেদনের শুনানি শেষে বিচারক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দিয়েছেন।
খুলনা গেজেট/এমএইচবি