বাগেরহাটের চিতলমারীতে রিপন বিশ্বাস নামে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তির ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ মে) দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে তার রান্নাঘর ভষ্মিভূত হয়েছে। রাতেই ৯৯৯-এ ফোন দিলে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রিপন বিশ্বাস বাদী হয়ে একই গ্রামের মঙ্গল ঢালী, বিপুল মন্ডল ও বাধন মন্ডলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রিপন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘উক্ত ব্যক্তিদের সাথে আমার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। জায়গা নিয়ে বহুবার তাদের সাথে ঝগড়া বিবাদ হয়েছে। এ নিয়ে তারা আমাদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাত আনুমানিক ১ টার দিকে উক্ত ব্যাক্তিরা আমার রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় প্রতিবেশীদের ডাক-চিৎকারে আমরা ঘুম থেকে উঠে দেখি রান্না ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিস আসে। তবে আগে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে এবং থানা পুলিশ এসে খোঁজ-খবর নেয়।
এ ব্যাপারে মঙ্গল ঢালী অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এস এম আঃ অদুদ বলেন, ‘৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আগুন নিভানো আছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়ে ছিলাম। একটি রান্নাঘর পুড়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’
খুলনা গেজেট/কেডি