খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

জমকালো আয়োজনে দিঘলিয়া প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া ওয়াই এম এ কর্তৃক আয়োজিত ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার লীগ (DPL)২০২০-২০২১ সেশন ৬ এর জমকালো নিলাম অনুষ্ঠান আজ ৪ ডিসেম্বর শুক্রবার সন্ধা ৬ টায় দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় ইনডোর মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নিলামের উদ্বোধন করেন প্রাক্তন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোল্যা ফিরোজ হোসেন, সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ খান রওশন আলী, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, প্রাক্তন কৃতি ফুটবলার খান জিয়াউল হক সোহাগ, ওয়ালটনের সিনিয়র ডেপুটি এ্যাসিসট্যান্ট ডিরেক্টর এম ডি মুজাহিদ হোসেন মিশু, শেখ আবজাল হোসেন ও খান হাবিবুর রহমান বিপুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএল সেশন ৬ এর প্রস্তুতি কমিটির আহবায়ক ও অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শেখ শাহিনুল ইসলাম।

অনুষ্ঠানে কেঁক কেটে, ফানুস উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে স্থানীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। অনুষ্ঠান ১৮০ জন স্থানীয় ক্রিকেটারের নিলাম অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে ১২ টি ক্লাব এ নিলামে অংশগ্রহণ করে।

এর আগে একই স্থানে প্রধান অতিথি হিসাবে দিঘলিয়া ক্রীড়া একাডেমীর উদ্বোধন করেন প্রাক্তন কৃতি ফুটবলার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসালাম।

দিঘলিয়া ক্রীড়া একাডেমীর আহবায়ক ও অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শেখ শাহীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার মোঃ টিপু সুলতান, প্রাক্তন কৃতি ক্রীড়াবিদ খান ওলিয়ার রহমান, প্রাক্তন কৃতি ফুটবলার মোঃ হানিফ সরদার, দিঘলিয়া এম মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ও খান হাবিবুর রহমান বিপুল।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!