খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় শেখ ব্রাদার্স এর মালিক এস এম হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত

জন্মদিনে এশিয়া কাপের দলে এলেন নাঈম

ক্রীড়া প্রতিবেদক

নিজের ২৩তম জন্মদিনের দিনই সুখবরটা পেলেন নাঈম শেখ। এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে তাকে। ব্যাটিংয়ের প্রশ্নবিদ্ধ এই ওপেনার ফিরলেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরি করে। এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন কিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ।

সোমবার (২২ আগস্ট) এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যুক্ত হবেন এই ওপেনার।

‘এ’ দলের হয়ে খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন নাঈম। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যেটা তাঁর দলে ফিরতে সাহায্য করল। অন্যদিকে চোটের কারণে হাসান মাহমুদ ও সোহান দুজনই ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে।

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আগামীকাল মঙ্গলবার। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।

দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!