খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট
গণফোরাম সাতক্ষীরা জেলা সম্মেলনে বক্তারা

জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই করবে গণফোরাম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

গণফোরাম সাতক্ষীরা জেলা সম্মেলন-২০২১ শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন গণফোরাম নির্বাহী সভাপতি সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ।

গণফোরাম সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলী নূর খান (বাবুল) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী।

এসময় আরও বক্তব্য রাখেন, গণফোরাম নির্বাহী সভাপতি এডভোকেট এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক ও এডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মোঃ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পদক মুহাম্মদ উল্লাহ মধু ও কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াদ হোসেন, জেলা বিএনপি সভাপতি সৈয়দ ইফতেখার আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রীস আলী, বিপ্লবী ওয়াকার্স পার্টি সাধারণ সম্পাদক মনসুর রহমান, গণফোরাম আশাশুনী থানা সভাপতি মোঃ আসাদুল হক (লাল্টু), কালীগঞ্জ থানা সভাপতি মোনায়েম হোসেন, মিজানুর রহমান মিজান, কলারোয়া থানা সভাপতি শাহিনুর রহমান শাহীন সহ স্থানীয় গণফোরাম নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেন, গণতন্ত্রই হল মুক্তিযুদ্ধের চেতনা। গণতন্ত্র থাকলে দেশে শান্তি থাকবে, গণতন্ত্র থাকলে আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকলে লুটপাট থাকবে না, জোর জবরদস্তি থাকবে না। দেশে গণতন্ত্র নেই তাই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করবে গণফোরাম।

প্রধান বক্তার বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ইতিহাস বিকৃতির জন্য যদি কোনো নোবেল থাকতো তবে বর্তমান রাতের ভোটের অবৈধ সরকার সেটা নিয়ে নিতো। মুক্তিযুদ্ধের চেতনার নামে পুরোপুরি ভাবে মুক্তিযুদ্ধের স্বপ্ন ধ্বংস করা হয়েছে। সাম্য নেই, সমতা নেই, মানবিক মর্যাদা সুবিচার কোথাও নেই। চুরি, লুটপাট, প্রশ্নফাঁস, দলীয় নিয়োগ করে অব্যবস্থার দেশ করেছে বাংলাদেশকে এটা হতে দেশের জনগণকে মুক্তির লক্ষ্যে কাজ করে যাবে গণফোরাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর থানা গণফোরাম সভাপতি প্রভাষক কবির হোসেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা নব নির্বাচিত গণফোরাম কমিটি সকলের সম্মতিতে নির্বাচিত করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি আলীনূর খান বাবুল ও সাধারণ সম্পাদক জি এম জাহাঙ্গীর হোসেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!