তার মুখে বলিউড তারকাদের প্রশংসা খুব কমই শোনা যায়। প্রশংসা তো দূরের কথা, বিশেষ করে ‘বলিউড খানদের’ প্রতি কতবার যে বিদ্বেষ উগরে দিয়েছেন তার অন্ত নেই। বলছি বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতের কথা। সেই তিনিই এবার বলিউড বাদশা শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ। আর এর কারণ ‘জওয়ান’-এ শাহরুখের অভিনয়।
সোশ্যাল মিডিয়ার লম্বা পোস্ট করে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ তিনি। সেই পোস্টে কঙ্গনা লেখেন, ‘নব্বই দশকের রোমান্টিক নায়ক থেকে এক দশক ধরে লড়াই করে দর্শকদের সঙ্গে নিজের যোগাযোগ তৈরি করেন ৪০-৫০ বছর বয়সে এসে। তারপর প্রায় ৬০ বছরে গিয়ে ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কিছু কম সুপার হিরোইক নয়।’
কঙ্গনা আরও লিখলেন, ‘আমার এখনও সেই সময়ের কথা মনে আছে যখন লোকজন শাহরুখের বিরুদ্ধে লিখত, তার পছন্দকে উপহাস করত। কিন্তু এসআরকের স্ট্রাগল বরাবর মাস্টার ক্লাসের ছিল। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয় তাদের নিজেদেরকে নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে এভাবেই। কেবল জড়িয়ে ধরা বা গালের ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতীয় সিনেমার ইশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়ের কাছে আমি মাথা নত করলাম কিং খান।’
এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তি প্রথমদিনের শুধু ভারতের বাজারে ৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপির ব্যবসা করেছে ‘জওয়ান’।
প্রসঙ্গত, দর্শকরা বলছেন ‘জওয়ান’ শুধু মাথা মুণ্ডুহীন মারপিটের কোনো সিনেমা নয়। বরং এই সিনেমার রয়েছে, একটি বিশেষ রাজনৈতিক বার্তা। যা করে দেখিয়েছেন শাহরুখ। ‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন তোলে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।
সিনেমাটিতে অস্ত্র ব্যবসায়ী কালীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গেছে দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। সিনেমাটিতে দীপিকা পাডুকোন ক্যামিও করেছেন। এছাড়াও রয়েছেন প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, গিরিজা, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান এবং আলিয়া কুরেশি।
খুলনা গেজেট/এনএম