খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার
  কুয়েটের শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ হচ্ছে বিকাল ৩টায়, দাবি পূরণ না হলে আমরণ অনশনের ঘোষণা

ছেলের ফোন পেয়ে চাদরে মুখ ঢেকে কেঁদেছিলেন শিল্পার স্বামী

বিনোদন ডেস্ক

পর্নোগ্রাফি মামলায় স্বামীর নাম জড়ানোর পর কঠিন সময় পার করতে হয়েছে রাজ কুন্দ্র ও শিল্পা শেঠিকে। জেলে থাকার সময়টাতে শুধু নিজের লড়াইয়ের কথা ভেবে নয়, নিজের পরিবারের চিন্তাতেও অস্থির হয়ে গিয়েছিলেন রাজ। দেশ ছাড়ার কথাও ভেবেছিলেন তারা।

নিজের ৪৭তম জন্মদিনটাও জেলে কাটাতে হয়েছিল রাজকে। সে দিন চোখের পানি ধরে রাখতে পারেননি রাজ।

গ্রেপ্তার হওয়ার পর একটা লম্বা সময় ছেলে ভিয়ান কুন্দ্রকে বাবার হাজতবাসের ঘটনা লুকিয়ে রাখা হয়। পরে অবশ্য সবটাই জানতে পারে বছর ১০ বছরের ভিয়ান।

বাবার ৪৭তম জন্মদিনে তাকে ফোন করে বলে, বাবা তোমাকে খুব মিস্‌ করছি। কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো।

ছেলের গলা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শিল্পার স্বামী। কিন্তু জেলে তো নিজের আবেগ দেখানোর জায়গা নয়। তাই চাদরে মুখ ঢেকে কেঁদেছিলেন সে দিন।

রাজের কথায়, জেলে নিজের আবেগ দেখালে লোকে মাথায় চেপে বসে। তাই মুখে চাদর চাপা দিয়ে কেঁদেছিলাম সে দিন। আমার ছেলের কাছে আমি হিরো। ও জানে আমার সংস্থা ওর নামে। সেখানে কোনো নোংরা কাজ কখনওই হতে পারে না। গোটাটা দুঃস্বপ্নের মতো।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!