খুলনা, বাংলাদেশ | ৩ পৌষ, ১৪৩১ | ১৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত ২
  দ্বিতীয় টি-20: ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক

অপু বিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। তিনি বিশেষত ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার দীর্ঘ ক্যারিয়ার এবং নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার জন্য পরিচিত। অপু বিশ্বাস এবং শাকিব খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন গুঞ্জন ছিল।

২০১৭ সালে অপু একটি টেলিভিশন শো-তে এসে ঘোষণা দেন যে, তিনি এবং শাকিব খান ২০০৮ সালে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান রয়েছে। এই খবর ঢালিউডে আলোড়ন সৃষ্টি করে। পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

বিচ্ছেদের পর এদিকে ছেলে আব্রাম খান জয়কে নিয়েই অপু বিশ্বাসের নিজেকে গুছিয়ে নিয়েছেন। এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্রামের জন্মদিনকে ঘিরে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

ছেলের প্রতিটি দিন তার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে ‍উল্লেখ করে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রানের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে। গত দিন গুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো।’

তিনি বলেন, ‘তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু, এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর। উপর ওয়ালা তোমাকে সুস্থ রাখুক, এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক।’

অভিনেত্রীর ভাষ্য, ‘তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিন গুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে।’

শেষে তিনি লিখেছেন, ‘তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে,তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে, শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর, এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!