যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়, খুলনা বিভাগীয় প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা। খুলনা জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ জুন) প্রতিযোগিতার দুই গ্রুপের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গ্রুপে ছেলেদের বিভাগে ফাইনালে উঠেছে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা। আর বঙ্গমাতা গ্রুপে মেয়েদের বিভাগে ফাইনালে উন্নীত হয়েছে মাগুরা ও সাতক্ষীরা। শুক্রবার জেলা স্টেডিয়ামে উভয় গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু গোল্ডকাপে ছেলেদের গ্রুপে দিনের প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা জেলা টাইব্রেকারে ৫-৪ গোলে মাগুরা জেলাকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিলো। এই গ্রুপে দিনের দ্বিতীয় সেমিফাইনালে কুষ্টিয়া জেলা টাইব্রেকারে ৩-২ গোলে খুলনা জেলাকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। এই ম্যাচটিও নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিলো।
এদিকে বঙ্গমাতা কাপে মেয়েদের গ্রুপে দিনের প্রথম সেমিফাইনালে মাগুরা জেলা ২-০ গোলে খুলনা সিটি দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। মাগুরার হয়ে সুমাইয়া খাতুন ও বৃষ্টি মন্ডল গোল দু’টি করেন। দিনের আরেক ম্যাচে সাতক্ষীরা ২-০ গোলে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে। সাতক্ষীরার হয়ে দু’টি গোলই করেন নাসরিন সুলতানা।
দিনব্যাপী অনুষ্ঠিত খেলাগুলো পরিচালনা করেন কামাল আহমেদ, নাজমুল ইসলাম, গোলাম রসুল, জুনায়েদ শরীফ, আব্দুর রহমান, পার্থ প্রতীম, পারভেজ আলম, মাহাবুর রহমান, কিশোর বকশী, শাহ আলম, তৌহিদ আকতার, ববি। ম্যাচ কমিশনারের দায়িত্বে ছিলেন নৃপেন রায় চৌধুরী। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলীমুজ্জামান।
খুলনা গেজেট/ টি আই