যশোর শহরের রেলগেট এলাকায় সম্রাট নামের এক যুবক মামলার আসামি ছুরিকাঘাতে আহত হয়েছে। সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করেছে। আহত সম্রাট রায়পাড়া ইসমাইল কলোনীর আব্দুল আলিমের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, সম্রাটের বিরুদ্ধে অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। তিনি নিজেও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আহত সম্রাট জানায়, পূর্ব শক্রতার জের ধরে রায়পাড়া এলাকার কুদরত, ইমন, মোহাম্মদ, সাকিবসহ কযেকজন তাকে সোমবার রাত ১১টার দিকে ডেকে নেয়। এরপর কিছু বুঝে উঠার আগেই তাকে একের পর এক ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
হাসপাতাল জরুরি বিভাগের ডাক্তার জানায়, সম্রাটের চোখের আশেপাশে বেশকয়েক স্থানে একাধিক জখম হযেছে। অল্পের জন্য তার চোখ দুটি রক্ষা পেয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত।
খুলনা গেজেট/ টিএ