ছিনতাইকেই পেশা হিসেবে নিয়েছে ওরা। পরিকল্পিতভাবে ছিনতাই করতে রয়েছে তাদের সংঘবদ্ধ দল। খুলনা মহানগরীতেই মূলতঃ এ কাজ করতো তারা। গতকাল মঙ্গলবার আদালতে এমনি স্বীকারোক্তি দিয়েছে দু’জন ছিনতাইকারী।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণী বাটার মোড় এলাকা থেকে ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তাদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। ওই ছিনতাই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে তারা। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম পৃথকভাবে ১৬৪ধারায় এ জাবনবন্দী রেকর্ড করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসামীরা হল- নগরীর সোনাডাঙ্গা এমএ বারী সড়কের মেসার্স সোহেল এন্টারপ্রাইজের মালিক শিববাড়ী পালপাড়া রোডের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে রাসেল আরাফাত (২৫) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের মৃত হারুনের ছেলে মোঃ আব্দুল্লাহ আল ফাহিম (২৩)।
সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই বেলা পৌনে ১১টার দিকে পাইকারী কাঁচা বাজারের ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম ইজিবাইকে করে ব্যবসা প্রতিষ্ঠানে চাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মজিদ স্মরণী বাটার মোড় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল যোগে তিনজন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় ওই ব্যবসায়ী অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/এআইএন