খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

গেজেট ডেস্ক

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্যকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়টির ফ্যাশন ডিজাইনিং বিভাগের প্রভাষক। ভুক্তভোগী একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা-পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাহিদুল হক (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের আরও এক শিক্ষার্থী জড়িত আছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ওসি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী তার অভিযোগে উল্লেখ করেন, গত ৬ জুলাই রাতে নাহিদ ওই শিক্ষার্থীকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে কে কে আছে জানতে চাইলে ভুক্তভোগীকে নাহিদ জানান, কয়েকজন সহপাঠী ও শিক্ষক কুমার অনিমেষ ভট্টাচার্য আছেন। তখন ভুক্তভোগী জানায়, এত রাতে আসা সম্ভব না। কিন্তু নাহিদের জোরাজুরিতে ওই পার্টিতে আসতে রাজি হন ভুক্তভোগী।

তিনি বলেন, ভুক্তভোগী তার ছোট দুই ভাইকে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকায় আসেন। তিনি তার ছোট দুই ভাইকে ‘স্যারের সঙ্গে দেখা করে চলে আসব’ বলে নিচে অপেক্ষা করতে বলেন। এদিকে, নাহিদের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীর ওপর চড়াও হন, তাকে যৌন নিপীড়ন করেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এরপর ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে আসেন। পরে অভিযুক্ত শিক্ষক ও নাহিদ তাকে ফোনে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকিও দেন।

 

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!