শিক্ষা, ঐক্য, প্রগতি- এই তিন মূল নীতিকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১ জানুয়ারী পালন করবে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের বর্ষপূর্তিতে খুলনায় তিনদিনব্যাপি নানা কর্মসূচি পালন করবে সংগঠনটি।
কর্মসূচির মধ্যে রয়েছে ১ জানুয়ারী সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রয়াত ছাত্রদল নেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া। ২ জানুয়ারী বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
৩ জানুয়ারী দুপুর ২ টায় দলীয় কার্যালয় চত্বরে সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও বিশাল ছাত্র গণজমায়েত। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি থাকবেন বিএনপি নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
প্রধান বক্তা থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বিশেষ বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি পার্থ দেব মন্ডল, সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সহ সভাপতি মাজেদুল ইসলাম রুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের তিনদিনব্যাপি কর্মসূচি সফল করতে এক সমন্বয় সভা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুর সভাপতিত্বে আজ বুধবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
সভায় উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ্বাস প্রমুখ। সভা থেকে ছাত্র গণজমায়েত সফল করতে পাঁচটি উপ কমিটি গঠন করা হয়।
খুলনা গেজেট/ এস আই