খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
হাজারো শিক্ষার্থী রাজপথে

ছাত্র আন্দোলনের স্লোগানে উত্তাল যশোর

নিজস্ব প্রতিবেদক, যশোর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল গোটা যশোর। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের এক দফা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। রোববার দুপুর সাড়ে ১২ দিকে বিশাল এ মিছিলে প্রায় পনোরো সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা চাঁচড়া চেকপোস্টমোড়ে সমবেত হতে থাকে। এখানে সমাবেশে বক্তৃতা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক পর্যায়ে গণজোয়ার সৃষ্টি হলে দুপুর ১২টায় বিশাল মিছিলটি শহরের দিকে অগ্রসর হতে থাকে। সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি ঈদগাহ মোড় হয়ে এমএম আলী রোড দিয়ে চিত্রামোড়ের দিকে চলে যায়। আধাঘন্টার বেশি সময় ধরে বিক্ষোভ মিছিলটি ঈদগাহ মোড় অতিক্রম করে।

সড়কে অনেকের ধারণা মিছিলে প্রায় পনেরো সহস্রাধিকের বেশি শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। মিছিলের স্লোগানে সবার এক দফা দাবি ছিল সরকারের অবিলম্বে পদত্যাগ। অবশ্য শান্তিপূর্ণ এ মিছিলে পুলিশের বাধা দিতে দেখা যায়নি। মিছিলটি শহরের মণিহার বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান নেয়।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!