প্রিয়জনের কাছে যাবে বলে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে এমভি অভিযান-১০ এ করে রওনা করেছিল স্বজন। সকালে প্রিয়জনের মুখ দেখবে বলে রাতে লঞ্চে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল। কে জানতো ভোরের আলো আর দেখা হবে না তাদের। মধ্যরাতেই এমন ভয়াবহতা শিকার হতে হবে। কিছু বুঝে ওঠার আগেই মাঝনদীতে পুড়ে ছাই হতে হলো অনেকগুলো তাজা প্রাণ।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০। দগ্ধ হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ।
ছবিগুলো সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলুর সৌজন্যে প্রাপ্ত। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে হতাহতদের উদ্ধার তৎপরতায় সহযোগিতা করেন। সংগঠনের তরফ থেকে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
খুলনা গেজেট/এনএম