প্রথম ইনিংস- আয়ারল্যান্ড: ২১৪/১০ (৭৭.২ ওভার) বাংলাদেশ: ৩৬৯/১০ (৮০.৩ ওভার) লিড: ১৫৫ রান
দ্বিতীয় ইনিংস-আয়ারল্যান্ড: ২৯২/১০ (১১৬ ওভার) লিড: ১৩৭
বাংলাদেশ: ১১০/৩ (১৯ ওভার)
হোয়াইটকে মিডউইকেটের উপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন তামিম ইকবাল। অহেতুক শট। বল উঠে যায় আকাশে। দারুণ ক্যাচ নেন কমিন্স। তামিমের ব্যাট থেকে ৬৫ বলে ৩১ রান আসে। তামিমের আউটে ভেঙে যায় ৭৪ বলে ৬২ রানের জুটি। ক্রিজে মুশফিকের সঙ্গী মুমিনুল হক। বাংলাদেশের জয়ের জন্য আর প্রয়োজন ২৮ রান।
এগোচ্ছে বাংলাদেশ
মধ্যাহ্ন বিরতির পর ফিরে সাবলীলভাবে খেলছেন তামিম-মুশফিক। অ্যাডেয়ারকে মুশফিকের দুই চারে বাংলাদেশ ১০০ পূর্ণ করে। দুজনের জুটির ফিফটি পার হয় ৬২ বলে।
জয়ে চোখ রেখে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
লিটন-শান্তের বিদায়ের পর বাংলদেশ ইনিংসে আর কোনো বিপদ ঘটেনি। তামিম-মুশফিকের ব্যাটে ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ। দুজনে খেলছেন আগ্রাসী ক্রিকেট। বলের সঙ্গে পাল্লা দিয়ে তুলছেন রান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুজনের জুটি থেকে ৪৯ বলে ৪৬ রান আসে। মুশফিক ২৯ ও তামিম ২৪ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য প্রয়োজন ৪৯ রান। হাতে আছে ৮ উইকেট। আজ জিতলেই মিরপুরে রান তাড়া করতে নেমে জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে ১০১ রান নিয়ে জিতে লাল সবুজের দল। দুই দল মিলিয়ে দিনের প্রথম সেশনে রান হয়েছে ৯৫টি আর উইকেট পড়েছে ৪টি। আইরিশরা ২ উইকেটের বিনিময়ের মাত্র ৬ রান করে।
খুলনা গেজেট/এনএম