এজাজ প্যাটেলের বলে ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন প্রথমবারের মত টেস্টে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। যতক্ষণ উইকেটে ছিলেন আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। অতি আগ্রাসী হতেই এবার সাজঘরের পথ ধরলেন তিনি। গ্লেন ফিলিপসের ফুল টসে ছক্কা মারতে গিয়ে কেন উইলিয়ামসনের তালুবন্দী হয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। এরপরই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।
লাঞ্চ বিরতির আগে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান। মাহমুদুল হাসান জয় ৪২ ও মুমিনুল ৩ রানে ব্যাট করছেন।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই ওপেনারের ব্যাটে সতর্ক শুরু করলেও জাকিরের বিদায়ে ভাঙে এই জুটি। ১৩তম ওভারে কিউই স্পিনার এজাজ প্যাটেলের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন জাকির। সাজঘরে ফেরার আগে ৪১ বলে ১২ রান করেন তিনি।
সাকিব-লিটন না থাকায় নাজমুল হোসেন শান্ত টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর। ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শাহাদাতের। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন মিডল অর্ডার এই ব্যাটার। ২২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিতে ১৩৮৩ রান করেছেন।
এদিকে কিউইদের বিপক্ষে পুরোপুরি স্পিন নির্ভর দল সাজিয়েছে বাংলাদেশ। একাদশের একমাত্র পেসার শরীফুল ইসলাম। দলে আছেন তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান। নিউজিল্যান্ডের একাদশেও তিন স্পিনার। তবে সফরকারীরা বাংলাদেশের চেয়ে একজন পেসার বেশি খেলাচ্ছে। অধিনায়ক টিম সাউদির সঙ্গে আছেন কাইল জেমিসন।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।
খুলনা গেজেট/এনএম