চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে সালসবুর্কের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বায়ার্ন মিউনিখ। তবে শেষ দিকের গোল উৎসবে প্রত্যাশিত জয় নিয়েই ফিরেছে হান্স ফ্লিকের দল।
অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ৬-২ গোলে জিতেছে শিরোপাধারীরা। জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। একবার করে জালের দেখা পান জেরোমে বোয়াটেং, লেরয় সানে ও লুকা এরনঁদেজ।
আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই জিতল গতবারের ট্রেবল জয়ীরা। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সালসবুর্কের বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল বায়ার্ন; আগের চারবারের দেখায়ও জিতেছিল তারা।
বায়ার্নকে অবাক করে দিয়ে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সালসবুর্ক। ডি-বক্সে তাদের এক খেলোয়াড়ের শট বায়ার্নের ডাভিড আলাবা আটকে দেওয়ার পর বাঁ দিকে পেয়ে যান মেরগিম বেরিশা। ছয় গজ বক্সের কোনা থেকে জোরালো শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন তিনি।
একাদশ মিনিটে সমতায় ফিরতে পারতো বায়ার্ন। কিন্তু সের্গে জিনাব্রির শট লাইন থেকে ফেরান স্বাগতিক ডিফেন্ডার আন্দ্রে রামালিয়ো। পরের মিনিটে রেফারি বায়ার্নকে পেনাল্টি দিলেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
পঞ্চদশ মিনিটে জিনাব্রি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি বায়ার্ন। পরের মিনিটে দারুণ একটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি নয়ার। কর্নার থেকে রামালিয়োর হেড ডান দিকে ঝাঁপিয়ে ফেরান জার্মান গোলরক্ষক।
২১তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন লেভানদোভস্কি। প্রতিপক্ষের ডি-বক্সে এরনঁদেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল বায়ার্ন।
বিরতির আগে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে টমাস মুলারের ক্রস স্বাগতিক ডিফেন্ডার ক্রিস্টেনসেনের মাথায় লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি দারুণ সেভ করেন নয়ার। ৫৭তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে জিনাব্রির জোরালো শট ফেরান সালসবুর্ক গোলরক্ষক। চার মিনিট পর কিংসলে কোমানের শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়।
৬৬তম মিনিটে সালসবুর্ককে সমতায় ফেরান মাসাইয়া ওকুগাওয়া। সতীর্থের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন জাপানের এই মিডফিল্ডার।
তবে ৭৯ থেকে ৯২, শেষ ১৩ মিনিটে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন। প্রথমে বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় তারা। কিমিচের কর্নার থেকে হেডে গোলটি করেন এই জার্মান ডিফেন্ডার।
৮৩তম মিনিটে ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধে বদলি নামা সানে। ৮৮তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি। আর যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এরনঁদেজ।
গ্রুপের আরেক ম্যাচে লোকোমোতিভ মস্কোর মাঠে ১-১ ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। অষ্টাদশ মিনিটে হোসে মারিয়া হিমেনেসের গোলে স্প্যানিশ দলটি এগিয়ে যাওয়ার ছয় মিনিট পর পেনাল্টি থেকে সমতা টানে স্বাগতিকরা।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে লোকোমোতিভ। সালসবুর্কের সংগ্রহ ১ পয়েন্ট।
খুলনা গেজেট/এএমআর