এ মাসের শুরুতে লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে খেলার ইচ্ছে পোষণ করেছিলেন নেইমার। আবারো মেসির সঙ্গে নেইমারের জুটি বেঁধে মাঠে নামা হবে কী না সেটা সময়ই বলে দেবে। তবে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোতে বন্ধু মেসির বিপক্ষে নেইমার মুখোমুখি হতে চলেছেন। আজ সোমবার চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে মেসির বার্সেলোনা মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)।
জাতীয় দলের জার্সিতে নেইমারের বিপক্ষে একাধিকবার মাঠে নেমেছেন মেসি। ক্লাব ফুটবলে দুই মহাতারকার দেখা হয়েছে একবার। সেটা ২০১১ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। জাপানে অনুষ্ঠিত ফাইনালে নেইমারের সান্তোসকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।
মেসি করেছিলেন জোড়া গোল। এরপর ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় জুটি বেঁধে জিতেছেন একাধিক শিরোপা। স্পেন ছাড়লেও মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্ব রয়েছে অটুট। ২০১১তে নেইমার যখন সান্তোসের হয়ে বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিলেন তখন মেসির সঙ্গে বন্ধুত্ব হয়নি। ক্লাব ফুটবলে বন্ধু মেসির সঙ্গে দ্বিতীয় সাক্ষাতের ম্যাচটা কঠিন। শেষ ষোলোর লড়াইয়ে হারলে বাজবে বিদায় ঘন্টাও।
আসছে নতুন বছরের ১৬, ১৭, ২৩ ও ২৪শে ফেব্রুয়ারি হবে প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ হবে ৯, ১০, ১৬ ও ১৭ই মার্চ। ফাইনাল হবে তুরস্কের ইস্তানবুলে, আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।