বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। হেনরিক ক্লাসেনের ঝড়ো শতকে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পায় প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। রান পাহাড়ের নিচে চাপা পড়ে ইংলিশরা।
দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে গুঁটিয়ে গেছে মাত্র ১৭০ রানে। ২২৯ রানে জয় এইডেন মারক্রামের দলের।
ইংল্যান্ডের বিপক্ষে এটি রেকর্ড জয় প্রোটিয়াদের। রানের ব্যবধানে আগের জয়টি ছিল ১২২ রানের।
একই সঙ্গে ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসের সব চেয়ে বড় হার এটি। আগেরটি ছিল গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২১ রানের।
পার-প্লের ১০ ওভারের মধ্যে জনি বেয়ারস্টো, জো রুট, দাভিদ মালান ও চোট কাটিয়ে ফেরা বেন স্টোকসের উইকেট হারায় ইংল্যান্ড। লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোর্টজেদের তোপে সুবিধা করতে পারেননি হ্যারি ব্রুক, জস বাটালরও। শেষ দিকে অবশ্য ঝড় তুলেছিলেন মার্ক উড ও গুস অ্যাটকিনসন। নমব উইকেটে দুজন গড়েন ৩৩ বলে ৭০ রানের জুটি। তাতে বিশ্বকাপে রানে ব্যবধানে সবচেয়ে বড় হারের লজ্জা থেকে বাঁচে ইংল্যান্ড।
অ্যাটকিনসন ২১ বলে ৩৫ রানে আউট হলেও ১৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন উড। চোটের কারণে ব্যাট করেননি রিস টপলে।
এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করে হেনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে ইংলিশদের ৪০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা।
শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেন ৬৭ বলে ১০৯ এবং মার্কো জেনসেন ৪২ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন।
মুম্বাইয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দ্বিতীয় বলেই ইনফর্ম কুইন্টন ডি কককে হারিয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় জুটিতে ১২১ রান যোগ করেন রাসি ফন ডার ডুসেন ও রেজা হেনড্রিকস। ২০তম ওভারে ইংলিশদের খেলায় ফিরিয়েছিলেন লেগস্পিনার আদিল রশিদ। ডুসেনকে ৬০ রানে সাজঘরে ফেরত পাঠান এই ইংলিশ স্পিনার। অধিনায়ক টেম্বা বাভুমার অসুস্থতার কারণে ওপেনিংয়ে নামা রেজা ৭৫ বলে ৮৫ রানে আউট হন।
খুলনা গেজেট/কেডি