খুলনা, বাংলাদেশ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সহ-অধিনায়কের নাম ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ৫ দিন। যাকে উপলক্ষ্য করে একাদশ বিপিএল আসর শেষ হতেই বাংলাদেশের ক্রিকেটাররা মাঠের প্রস্তুতিতে নেমে পড়েন। তাদের অনুশীলন শেষ হয়েছে গতকাল (বুধবার)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টুর্নামেন্টটির জন মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের সহ-অধিনায়ক করা হয়েছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে নাজমুল হোসেন শান্ত’র দল। যার জন্য বাংলাদেশ দল আজ দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। তার আগেই সন্ধ্যায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি।

নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে বাংলাদেশ। তারই সহযোগী হিসেবে থাকবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে ১০৩টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরির কারণে শান্ত’র অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন মেহেদী মিরাজ।

দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্ত’র দল। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এর আগে দুবাইতে ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিন্‌সের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!